পারিজাত মোল্লা ,
বুধবার কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের ১৬ তম শারদোৎসবের উদ্বোধন হলো। বিভিন্ন খেলাধুলায় রাজ্য এবং জাতীয় স্তরে সফল প্রতিযোগীরা এই পুজো উদঘাটন করে।
বুধবার বিকেল ৫.৩০টায় প্রদীপ প্রজ্বলন করল জাতীয় স্কেটিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বয়স বিভাগে রৌপ্য পদক জয়ী পৃষা বাহিতি, রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথম ইন্দিরা ঘোষ, প্রীতি মুর্মু, অনুর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলের সদস্য প্রীয়াংশু প্যাটেল, প্রতিভা মান্ডি, রাজ্য বিদ্যালয় অ্যাথলেটিক্সের প্রথম ভাস্কর বর্মন, অনূর্ধ্ব ১৫ বাংলা ক্রিকেট দলের সদস্যা সন্দীপ্তা পাত্র, এছাড়া তাই কোন্-ডু বিভাগে রাজ্য স্তরণের চ্যাম্পিয়ন অদিত্রী সরকার, সানি কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী অনুপ রায়, নির্মলেন্দু মণ্ডল।বিধান শিশু উদ্যান শিশুদের স্বর্গরাজ্য। খোলা আকাশের নীচে তারা খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি শেখে।পূজোর চারদিনেও তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তাই তাদের বন্ধুদের হাত ধরেই এই উৎসবের শুভ সূচনা হওয়াতে বিধান শিশু উদ্যানের সকল সভ্য-সভ্যারাই উচ্ছ্বসিত। অনুষ্ঠানে বিধান শিশু উদ্যানের বার্ষিক অঙ্কন প্রতিযোগতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয় ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.