Spread the love

আই কমিউনিকেশনস-এর উদ্যোগে বুধবার সল্ট লেক সেক্টর ফাইভ-এ উদযাপিত হল ‘বিশ্ব সুখ দিবস’। অনুষ্ঠানের শুরুতেই রিয়ম সেন্টার ফর ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’র তরফে পরিবেশিত হয় বিশেষ ভাবে সক্ষম শিশুদের নাচের অনুষ্ঠান। সহযোগিতায় সাউথ ক্যালকাটা পরশমণি।

এছাড়াও অনুষ্ঠানে আয়োজিত ছিল নাচ-গান-আবৃত্তি। অংশ নেন সায়নী পালিত, স্বপ্না দে, ঝর্ণা ভট্টাচার্য, প্রফেসর সুজয় বিশ্বাস, ঋত্বিক মিত্র ও তাঁর ব্যান্ড কলকাতা কলিং-এর সদস্য প্রমুখ। নৃত্য পরিবেশন করে মঞ্জির ডান্স গ্রুপ।

বিশেষ অতিথির আসনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশীষ সেন; ড. অর্ণব গুপ্ত; প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী; মানসী রায়চৌধুরী এবং কিষাণ কুমার কেজরিওয়াল।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রাখা ব্যক্তিত্বদের বিশেষ সম্মান জানান সংগঠনের অ্যাডভাইজার সৌম্যজিৎ মহাপাত্র।