উত্তর ২৪পরগনা জেলা বিদ্যালয়ের অন্যতম বেলঘরিয়া দেশপ্রিয়
বালিকা বিদ্যালয়ে ভারত বর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিদ্যালয়ের এক মনোরম অনুষ্ঠানে দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের সভাপতি শ্রীকুমার ব্যানার্জী ও বিয়ালায়ের প্রধান শিক্ষিকা পম্পা বসু। এছাড়া এদিন তাঁরা ব্বিয়ালায়ের ছাত্রীদের দ্বারা চিত্রিত ও বর্ণিত দেওয়াল পত্রিকার উদ্ভোধন করেন সভাপতি এবং অন্যান্য শিক্ষিকারা l দেশাত্ববোধক সংগীত ও নাটিকা, কবিতাপাঠ সহ রবীন্দ্র সংগীত পরিবেশন পরিবেশণ করেন বিদ্যালয়ের ছাত্রীরা।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.