Spread the love

উৎসব হোক সবার। বিভিন্ন গির্জাগুলিও সেজে উঠেছে রঙিন আলোয়। আজ রাত ১২টার পরই সূচনা হবে বড়দিনের উৎসবের। বড়দিনের উৎসব সকলের। বড়দিনের প্রাক্কালে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল মধামগ্রামের অবদলপুরের বেলিভার্স ইস্টার্ন চার্চ। বিগত ২২বছর ধরে মানবসেবার মাধ্যমে প্রভু যীশুর জন্মদিন পালন করে আসছে চার্চ কতৃপক্ষ। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণে কাজ করে চলেছে বেলিভার্স ইস্টার্ন চার্চ। বড়দিনেও ব্যতিক্রম হয়নি।
এদিন বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন আর্চবিশপ জাস্টিন মোর থমাস এপিস্কোপা।
ছিলেন আদিত্য বিড়লা বাণী ভর্তী স্কুলের প্রিন্সিপল গৌতম সরকার, রেভারেন্ট ফাদার শম্ভু দাস সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল ,শাড়ী ও শাল তুলে দেওয়া হল । শুধু বড়দিন নয় বরং সারা বছরই সকলের মুখে হাসি ফুটুক এই বার্তাই ছড়িয়ে দিল বেলিভার্স ইস্টার্ন চার্চ।