আগামী ২৮শে এপ্রিল শুক্রবার, বিকেল ৫টায় “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচ্যারাল ফাউন্ডেশনের” সম্পাদক ও আয়োজক এডভোকেট শান্তনু সিনহার উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে “বৈশাখী প্রবীন বরণ ও তাঁদের চিকিৎসা পরিষেবায় সহায়তা করা হবে।


উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবহণ মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশীষ চক্রবর্তী, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন মাননীয়া শ্রীমতী সুদেষ্ণা রায়, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি মাননীয় শ্রী স্বরূপ বিশ্বাস, কলকাতা হাইকোর্টের বর্ষীয়মান এডভোকেট মাননীয় শ্রী প্রসূন দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী ভাস্বতী দত্ত সহ টলিউডের অভিনেতা- অভিনেত্রী ও বিশিষ্টজনেরা।
এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদন্তে,
শান্তনু সিনহা
(আইনজীবী ও উদ্যোক্তা)
আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচ্যারাল ফাউন্ডেশন


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.