[5/26, 21:00] Koushik Chakraborty: আচ্ছা উদ্যোগ প্রতি হওয়ার জন্য কি কি লাগে? কোন নথিগুলো প্রয়োজন আর কিভাবে এগোতে হবে? ব্যবসার ঝুঁকিটাই বা কতটা
? কিভাবে সামলানো যায় এই ঝুঁকি? এতদিন বাংলার তরুণ তরুণীরা ব্যবসার কথা ভাবতে গিয়ে এই বিষয়গুলি নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল। তবে এখন আর সেই অন্তরায় নেই। সম্প্রতি কলকাতার যাদবপুরে উদ্বোধন হয়ে গেল সাবলম্বন কানেক্ট কেন্দ্রের। এখন থেকে ব্যবসা করা কিন্তু সবার নাগালের মধ্যেই। ব্যবসার সমস্ত খুঁটিনাটি, অর্থের যোগান, প্রয়োজনীয় লাইসেন্স এবং তদুপরি ব্যবসা সংক্রান্ত যাবতীয় উপদেশ খুব সহজেই বাংলার তরুণ তরুণীদের কাছে পৌঁছে যাচ্ছে এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র থেকে। কলকাতার যাদবপুরে এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের উদ্যোক্তা দেবস্মিতা মাইতি বর্মন। একজন গৃহবধূ হয়েও ব্যবসার প্রতি তার আকর্ষণ সম্পর্কে দেবস্মিতা বলেন, ‘আমি আমার স্বামীকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার স্বামী একুয়া ডক্টর সলিউশনের কর্ণধার দেবতনু বর্মন। ওই আমাকে স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করেছে। এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্রের পরিকল্পনাটাও করি মস্তিষ্কপ্রসূত। আমি চাই আমার মত বাংলার মেয়েরা এগিয়ে আসুক নিজেদের পায়ে দাঁড়াক তার জন্য এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র থেকে সমস্ত রকম সহযোগিতা তারা পাবে।’ সিডবি এবং এক্সেস লাইফলিহুড-এর উদ্যোগে এই স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র থেকে ব্যবসার ক্ষেত্রে যাবতীয় বিষয় সাহায্য করা হয়। ইতিমধ্যেই গোটা দেশের পাঁচটি রাজ্যে এই পরিষেবা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই কেন্দ্র ইতিমধ্যেই গড়ে উঠেছে। এদিন কলকাতা কেন্দ্রটি উদ্বোধন হলো যাদবপুরে।
headline – ব্যবসার হাল-হকিকত এখন নাগাল এর মধ্যে, কলকাতায় শুরু হলো স্বাবলম্বন কানেক্ট কেন্দ্র
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.