বৈদ্যুতিন প্রযুক্তির নকশা নিয়ে
‘ভিএলএসআইডি ২০২৪’ শীর্ষক
৩৭তম ভিএলএসআই ডিজ়াইন আন্তর্জাতিক সম্মেলন এর আয়োজন করা হল কলকাতার আই টি সি রয়্যাল বেঙ্গল-এ।
এইবারের সম্মেলন মূলত সেমিকনডাক্টর নির্ভর। ১৯৯৪ সালে প্রথমবার এবং পরে আরও দু’বার কলকাতা এই সংক্রান্ত শিল্প সম্মেলনের আয়োজন করেছে। এ বার ফের রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সহায়তায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করছেন শিক্ষক, পড়ুয়া, বিশেষজ্ঞ ও শিল্পমহলের প্রতিনিধি মিলয়ে প্রায় ১২০০ প্রতিনিধি। পড়ুয়ারা এই ক্ষেত্রের নতুন পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন বলেই আশা রাখেন উদ্যোক্তারা। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন এই সম্মেলনে। ৮ই জানুয়ারি এই সম্মেলনের উদ্বোধক পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়,অধ্যাপক হাফিজুর রহমান,অধ্যাপক অম্লান চক্রবর্তী, সঞ্জয় কুমার দাস,অর্ঘজীৎ বাসু, ডঃ পৃথ্ ব্যানার্জি, ডঃ সত্য গুপ্তা সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা এই সম্মেলনের বিশেষ দিকগুলোর বিষয়ে আলোকপাত করেন। ছবি তাপস রায়


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.