মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টায় সম্পূর্ণা।সম্পূর্ণা কলকাতা সহ বিভিন্ন জেলায় মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টায় কাজ করে। মহিলাদের মেকআপ, ফ্যাশন ডিজাইনিং এবং কম্পিউটার শিখিয়ে তাদের কর্ম সংস্থানের সুযোগ করে দেয় সম্পূর্ণা। এদিন তেঘরিয়া রঘুনাথপুরের এক হোটেলে হয়ে গেল মেগা মেকআপ ওয়ার্কশপ। টেলি-অভিনেত্রী নবনীতা দাস এর হাত ধরে এই ওয়ার্কশপে র শুভ উদ্বোধন হয়। এই ওয়ার্কশপে জনপ্রিয় টেলি-অভিনেত্রী নবনীতা দাসকে সাজিয়ে তোলা হয় ব্রাইডাল লুকে । সম্পূর্ণার এই আয়োজিত মেকআপ ওয়ার্কশপে ১৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে অভিনেত্রী নবনীতা দাস এবং পিয়ালী দাসকে লাইভ মেকআপ করিয়ে সেখানো হয়। শুধু তাই নয় দূর-দূরান্ত থেকে মহিলারা এসেছেন এই লাইভ মেগা মেকআপ ওয়াকসপে অংশগ্রহণ করতে। সম্পূর্ণার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ বেড়া তিনি বলেন মহিলাদেরকে হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করা ও একটা অর্থ উপার্জনের জায়গা করে দেওয়া সম্পূর্ণার লক্ষ্য, এখন ছটি ডিস্ট্রিকে ১৭টি সেন্টার রয়েছে এছাড়াও আগামী দিনে তাদের আরো গ্রামে ও শহরে সেন্টার তৈরি করার প্রচেষ্টা তারা করছেন
Related Posts
Spread the love On 17th-18th-19th December at Biswa Bangla Milan Mela, Kolkata Insights:-Allied Industry Summit: A National and International Confluence -Addressing Regional Challenges: National Discourse -Tackling the Skilled Labour Shortage…
Spread the love • ফ্যান্টম ভি ফোল্ড-এর ৬৯,৯৯৯/- টাকার বিশেষ উৎসব মূল্য ঘোষণা করল টেকনো, এমনিতে এর দাম ছিল ৮৮,৮৮৮/- টাকা• বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত কলকাতায় বহু প্রতীক্ষিত স্পার্ক গো…