গ্ল্যামার ওয়ার্ল্ড বরাবর আকর্ষণীয় আর গল্প এখনথেকেই শুরু , শহরের নামী মডেল ফটোগ্রাফার অ্যানি আর তার পারদর্শী সহকর্মী তিস্তা। অ্যানি ফটোগ্রাফি এতটাই বিখ্যাত শহরে প্রায় শহরের সবাই অ্যানির সঙ্গে কাজ করতে চায় সেরকমই একজন উঠতি মডেল গুঞ্জন, সেও একদিন বিখ্যাত ফটোগ্রাফার অ্যানির স্টুডিওতে এসে হাজির হয় কিন্তু হঠাৎ এক রকম কাকতালীয়ভাবেই সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় সারা শহরে ছড়িয়ে যায় আলোড়ন এই ঘটনাচক্রের মধ্যেই একদিন অ্যানির স্টুডিওতে এসে হাজির হয় সেলস গার্ল সে কি অ্যানি নজর কেড়ে হতে পারবে একজন মডেল!… না সেও গুঞ্জন এর মত হয়ে যাবে নিখোঁজ? গুঞ্জনই বা আছে কোথায়? কি হলো তার সঙ্গে এমন!

জানতে হলে দেখতে হবে মুক্তি প্রাইমের তসবির।

অ্যানি ভূমিকায় থাকবেন মমতাজ সরকার
তিস্তা চরিত্রে থাকবেন অনুষ্কা চক্রবর্তী
তিয়াসা চরিত্রে থাকছেন শুয়েতা চৌধুরী
গুঞ্জন চরিত্রে দেখা যাবে মুসকান খাতুনকে

পরিচালনা করেছেন অনির্বাণ বাসু রয়


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.