রবিবার আয়োজিত হল ফেস অফ ওয়েস্ট বেঙ্গল নামক সৌন্দর্য্য প্রতিযোগিতা। ক্লিওপেট্রার উদ্যোগে বর্ধমানে আয়োজিত হল এই সৌন্দর্য্য প্রতিযোগীতা।নতুন প্রতিভাদের যাতে ফ্যাশন ও অভিনয় জগতে তুলে আনা যায় তার জন্য এই এই সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন বর্ধমানের এথীনা বিউটি পার্লারের কর্ণধার সুহীরা ব্যানার্জী । ফেস অফ ওয়েস্ট বেঙ্গল নিছকই সৌন্দর্য প্রতিযোগিতা নয় । এই শো-তে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁরা স্ব স্ব ক্ষেত্রে স্বপ্রতিভ । কেউ আসেন তথ্য প্রযুক্তির পেশা থেকে, কেউ বা আসেন আইনের পেশা থেকে, কেউ শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে, কেউবা নিছক পড়াশোনা করছেন । কেউ আবার হোমমেকার । এই মঞ্চ মেধা আর সৌন্দর্যের পুজো করে আসছে। এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না । শুধু চাই আত্মবিশ্বাস। শহর কলকাতায় নয় বর্ধমানের মত জায়গায় এরকম একটা সৌন্দর্য্য প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশি অংশগ্রহনকারীরা। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও ছিলেন হীরক দাশগুপ্ত, অভিনেতা ট্রাম্বাক রায় চৌধুরি, মডেল অমৃতা সেনগুপ্ত প্রমুখ। এই প্রতিযোগিতায় যারা জিতবেন তারা আগামীতে ফ্যাশন ও অভিনয় জগতে সহজে কাজ পাবেন বলে জানালেন আয়োজক সুহীরা ব্যানার্জী।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.