বাজেশিবপুর রবীন্দ্র গীতায়ন কেন্দ্রের ত্রয়োদশ তম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি হাওড়া শরৎ সদন এ ৩ রা থেকে ৭ ই আগস্ট ৫ দিন ব্যাপী। প্রায় ২৫০ জনের বেশী ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তথা অধ্যক্ষ শ্রী শুভেন্দু ঠাকুর এই অনুষ্ঠান সাজিয়েছিলেন রবীন্দ্রগান ও বিভিন্ন ধারার বাংলা গান দিয়ে। তবে অনুষ্ঠানের শেষ দুদিন ছিল নব্বই দশকের হিন্দী ছবির গান। কবিগুরুর মত আধুনিক মনস্ক মানুষের ভাবধারা ও দর্শন শুভেন্দু মানেন তাই তিনি মনে করেন না যে, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অন্য ধারার গান করা যায় না। তাই চিরকালীন অবিস্মরণীয় বাংলা গান ও যেমন ছিল, লোক আঙ্গীক থেকে হিন্দী কোথাও সুরের বেড়াজালে আবদ্ধ থাকেনি গীতায়নের ছাত্র-ছাত্রীরা।
শিশু ছাত্র-ছাত্রী দের রবীন্দ্রগান বিশেষ ভাবে মন কাড়ে।
বহুদিনের প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রী দের পাশাপাশি নতুন প্রজন্মের চিরকালীন অবিস্মরণীয় বাংলা গান ও হিন্দী গান অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ দিনে কুন্তল ঘোষ তথা গান গপ্পো তত্বাবধানে ইউটিউবে মুক্তি পেলো লালন ফকির এবং রবীন্দ্রসংগীত এর মিলিত কোলাজ । যেখানে সংগীত পরিবেশনা করেছে শুভেন্দু ঠাকুর এবং অর্কদীপ মিশ্র। এদিন তাঁদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনসূয়া চৌধুরী, তাপস রায়,গৌরব সরকার, অরিত্র দাসগুপ্ত সহ আরো অনেকে।
Related Posts
Spread the loveThis year it was a mixed bag. First half we had eminent singers and in the second half we had dance recital based on various topics named “Nrityanjali”.…
Spread the love The Elite Model Academy hosted the highly anticipated Elite Fashion Carnival 2023 – Season 2 at Kolkata. This glamorous event was proudly presented by Skill Pro India,…