Spread the love

এইবার ভোর 5টায় রূপসী বাংলা চ্যানেলে দেখা যাবে “ব্রহ্মাস্ত্র স্বরূপীনি ” যা প্রচলিত মহালয়ার কাহিনীর থেকে কিছুটা আলাদা | কৃষ্ণেন্দু দাসের পরিচালনায় থাকবে দেবীর বগলার রূপ , এবং তাকে ঘিরে দেবীর মাহাত্য | খুব প্রাসঙ্গিক ও উল্যেখ্য ব্যাপার হলো এই প্রথম মহালয়ার চিত্রনাট্যে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবীর ভূমিকা দেখা যাবে | অনেকগুলো গান রয়েছে এই চিত্রনাট্যে যার সুর দিয়েছে “অসুর সিনেমা খ্যাত ” অমিত মিত্র | মহালয়ার প্রাক্কালে এই প্রজেক্টর শুভারম্ভ হয়ে গেলো সাংবাদিক সম্মেলন করে এপি স্টুডিওসে |

ব্রহ্মাস্ত্র স্বরপিনী বগলামুখী দেবীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন মডেল অদ্রিতা ভট্টাচার্য।এখানে মহিষাসুর এবং মদন অসুরের ভূমিকায় অভিনেতা শুভঙ্কর সরদার কে দেখতে পাবো। যিনি জনপ্রিয় সিরিয়াল “লক্ষ্মী কাকিমা” ,”তোমার খোলা হাওয়া”, “ফেরারি মন” তে কিছু গুরুত্বপূর্ণ নেগেটিভ চরিত্রে আমরা উনাকে দেখেছি।