১৯শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে লেকটাউনের গান্ধী সেবা সংঘের মাণিক্য মঞ্চে মহানায়ক উত্তমকুমারকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এস এন মিউজিক ‘চিরদিনের উত্তম’ নামে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীমতি নীলাঞ্জনা মাইতি। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল Ramex Media এবং Ramex Production।
এদিনের এই সঙ্গীতানুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী অভিনেত্রী শ্রীমতি সাবিত্রী চট্টোপাধ্যায়। এস এন মিউজিকের তরফ থেকে শ্রীমতি নীলাঞ্জনা মাইতি শ্রীমতি সাবিত্রী চট্টোপাধ্যায়কে সম্মানজ্ঞাপন করেন। মহানায়ক উত্তমকুমার সম্পর্কে শ্রীমতি সাবিত্রী চট্টোপাধ্যায় স্মৃতিচারণা করেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী জয়ন্ত রায়, পণ্ডিত স্বপন সেন, মোহনা গঙ্গোপাধ্যায় সহ প্রায় ২০জন সঙ্গীতশিল্পী মহানায়কের বিখ্যাত ছায়াছবির ২/৩টি করে অবিস্মরণীয় কিছু গান অনুষ্ঠানে পরিবেশন করেন। সকল সঙ্গীত শিল্পী ও মিউজিশিয়ানদের এস এন মিউজিকের তরফ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করা হয়। দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতন। ছবি রাজেন বিশ্বাস
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.