ম্যাজিক লভার্স এ্যাসোসিয়েট এর উদ্যোগে শহরে অনুষ্ঠিত হল দুইদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যায়ের জাদু সম্মেলন । কলকাতার দ্য ফ্রাঙ্ক অন্থনী অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল এই সম্মেলন যার একমাত্র উদ্দেশ্য শুধু জাদু প্রদর্শন নয় তার সাথে মানবিকতার বিভিন্ন কর্মকান্ড যুক্ত থাকাই লক্ষ্য। এদিনের এদিনের কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেট শীপ ম্যানেজমেন্ট এর সিইও ও সমাজসেবী স্বরুপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণ চৌধুরী,পঙ্কজ সরকার ,বাসুদেব অধিকারী ,রাজিব লাল মৃদ্ধা,সায়নজিত সরকার সহ অন্যান্যরা। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক ম্যাজিশিয়ান অংশগ্রহণ করে। ছবি রাজেন বিশ্বাস
Related Posts
Spread the love Kolkata, December 5, 2023: টেক স্পোর্টস এবং টাটা স্টিল প্রফেশনাল গল্ফ টুর অফ ইন্ডিয়া যৌথভাবে ঐতিহাসিক (আরসিজিসি) রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে ৭ থেকে ১০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত…
Spread the loveঅভিনেতা, কোরিওগ্রাফার স্যান্ডি এবার চ্যাম্পিয়ন হল “দ্যা ফিট এক্সপো ইন্ডিয়া ২০২৩” এ। ডেনিম মডেল হান্টে প্রথম হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি দর্শকদের মন কেড়েছে সান বাংলা এর “আলোর ঠিকানা”,…