ফিজিক্স ওয়ালা হল একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।ছাত্রছাত্রীদের সহজ ভাবে এবং তাদের যেভাবে বোধগম্য হয় সেভাবেই তাদের শিক্ষা প্রদান করে এই সংস্থা।তাদের স্বকীয় শিক্ষা প্রদানের পন্থা ছাত্র ছাত্রীদের সহজে পড়াশোনা বুঝতে সাহায্য করে। পাশাপাশি খুব কম বেতনে শিক্ষা প্রদানের জন্য সুনামও রয়েছে এই সংস্থার। সেই সঙ্গে ফিজিক্স ওয়ালা নেশনাল স্কলারশীপ কাম অ্যাডমিসন টেস্টের আয়োজন করতে চলেছে সংস্থাটি।যাতে দুস্থ অথচ মেধাবী শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই পরীক্ষায় যারা পাশ করবেন তারা ১০০ শতাংশ স্কলারশীপ পেয়ে পড়াশোনার সুযোগ পাবেন ।যাতে তারা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পান ।
Related Posts
Spread the love গতকাল মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান ‘LUCENCY’ তে। গতকাল ३६म…
Spread the love*অ্যাডামাসের শীতকালীন ক্যাম্প : নতুন অভিজ্ঞতা লাভ পড়ুয়াদের সম্প্রতি বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে একটি শীতকালীন ক্যাম্পের আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সৃজনশীলতা এবং দলবদ্ধভাবে কাজ করার বিভিন্ন পদ্ধতি শেখানোর…