সম্প্রতি হয়ে গেল আনন্দ মেহরা ও রাহুল দের যৌথ উদ্যোগে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনেক নামীদামী শিল্পী ও সেলিব্রিটিরা। অনুষ্ঠানটি উদ্বোধনে ছিলেন এ সি পি অলোক সান্যাল, পরিচালক ষমিক রায় চৌধুরী, আতিউল ইসলাম, সঙ্গীত পরিচালক সমীক মুখার্জী, আনন্দ মেহরা ও রাহুল দে, শর্মিষ্ঠা ভট্টাচার্য, নেহা প্রামানিক, লীনা মুখার্জী। এছাড়াও অনুষ্ঠানে ছিল চটকদার রানওয়ে ফ্যাশন শো ও নৃত্য পরিবেশনা।আনন্দ মেহরা বলেছেন “এই ইভেন্টটি সেই সব শিল্পীদের জন্য যারা বাংলাকে গর্বিত করেছে।” রাহুল দে বলেছেন ” পরের বছর, এটি আরও বড় ও আরও গ্ল্যামারাস হবে”। ফতেমা ছবির শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Related Posts
Spread the love ২৮ নভেম্বর, ২০২৩: ভারতের তিনবারের প্রধানমন্ত্রী, শ্রী অটল বিহারী বাজপেয়ী— এমন একজন নেতা, যিনি সমগ্র জাতিকে পছন্দ করতেন, যাঁর জীবনযাত্রার ম্যান ছিল একেবারেই স্বতন্ত্র। তাঁর জীবনকে কেন্দ্র…
Spread the love *Anurag Thakur announces new incentive scheme to attract more foreign filmmakers to shoot in India at IFFI 2023 It’s lights, action, and movies as the 54th edition…