Spread the love


প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে নক্ষত্রপতন রবি গানের দুনিয়ায়। দেশে-বিদেশে সমাদৃত হয়েছে তাঁর গান। রবীন্দ্রসংগীত জগতের অন্যতম নক্ষত্র তিনি। । গীতবিতান প্রতিষ্ঠানের কৃতী ছাত্র প্রয়াত রাজেশ্বর ভট্টাচার্য। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগুণতি ছাত্র। শুধু গান গাওয়া নয়, গান শেখানোয় তাঁর জুরি মেলা ভার। বিদেশেও উনার অনেক ছাত্র ছাত্রী আছেন। শ্রদ্ধেয় রাজেস্বর ভট্টাচার্য স্মরণে কথায় ও সুরে “”””শূন্য আজি রাজার আসন””নামাঙ্কিত এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমিতে। সোহিনী সংগীত কলাভবন( পিকনিক গার্ডেন) এ ৪০ বছর শিক্ষকতা করেছেন এবং তাদের ছাত্র ছাত্রী দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীকে শ্রদ্ধা জানান তার অগণিত বিশিষ্ট গুনীজনেরা ও শিষ্যগণ। এই অনুষ্ঠানের প্রধান আহবায়ক বিপ্লব মন্ডল ও চিনু অধিকারী। এদিনের সংগীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী গৌতম মিত্র, বিভা সেনগুপ্ত,শ্রাবনী সেন,সৈকত মিত্র,লাজবন্তী রায়, তানিয়া দাস, যুথিকা ঘোষ, চন্দ্রাবলী রুদ্র দত্ত, শালিনী ঘোষ,অনুশিলা বসু,শর্মিলা মুখার্জি,সৌমেন্দ্রনাথ বসু, মধুমিতা বসু, লগ্নজিতা বিশ্বাস,চন্দনা চক্রবর্তী,গোপা দাস,মালবিকা দাস, অরুন্ধতী চ্যাটার্জী,ইন্দ্রাক্ষী ঘোষ বসু, রঞ্জন সেন, সম্মেলক সঙ্গীতে ছিল অনন্ত শিল্পী গোষ্ঠী, সোহিনী,বলাকা,সুরশৃঙ্গ,বৈতালিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো ভট্টাচার্য,মৌ গুহ,আবির সেনগুপ্ত,। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মনোতোষ বেরা,সঞ্জীব অধিকারী ।