দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে এক অনন্য নজীর স্থাপন করে চলেছে গ্রেটশীপ ম্যানজেমেন্ট। এবার তারা ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ প্রদান করতে ও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো। পঞ্চম দিবস ব্যাপী সনাতন ধর্মীয় উৎসব ও অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন চলছে উত্তর ২৪ পরগনার বনগাঁও এ।নতুনগ্রাম হরিতলা বারোয়ারী মহোৎসব কমিটির পরিচালনায় বনগাঁও এর নতুনগ্রাম হরিতলা বারোয়ারী প্রাঙ্গণ হরিনাম সংকীর্তন ও উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটশীপ ম্যানজেমেন্ট সিইও ও সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক স্বরূপ রায়, মেজর সঞ্জয় রানা, সংগঠনের সভাপতি দুলাল রায়, কার্যকারী সভাপতি কালীপদ সরকার, নিমাই রায়,সহ সভাপতি বিনয় বৈরাগী, নীলকমল মন্ডল,সম্পাদক চিত্ত সরকার, অপূর্ব মন্ডল সহ অন্যান্যরা। এদিন গ্রেটশীপ ম্যানজেমেন্টের উদ্যোগে আগত সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আগামী দিনে আরও এরকম বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চলেছে তারা এমনটাই জানান শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার স্বরূপ রায়।
Related Posts
Spread the love পারিজাত মোল্লা , আপামর বাঙালির কাছে “বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’ কবিতার লাইন অত্যন্ত পরিচিত। প্রতি বছর…
Spread the love পারিজাত মোল্লা , আপামর বাঙালির কাছে “বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’ কবিতার লাইন অত্যন্ত পরিচিত। প্রতি বছর…