নিজস্ব প্রতিনিধি
কোলকাতা (১০ অক্টোবর ‘২৩):- সফলতার সাথে দ্বিতীয় ‘কলাকৃতী সম্মান’ অনুষ্ঠিত হওয়ার জন্য গতকাল সন্ধ্যায় কোলকাতার সল্টলেক সিটিতে এক আনন্দোৎসবের আয়োজন করেছিলেন ‘উড়ান গ্রুপ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিঙ্কি অমর সোনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর পরিচিত মুখ তথা অভিনেত্রী মহিমা চৌধুরী সহ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক জগতের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৪৮ জন অভিনেতা, অভিনেত্রী সহ চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত কলাকুশলীদের আলীপুরের ‘ধনধান্য অডিটোরিয়াম’-এ দ্বিতীয় ‘কলাকৃতী সম্মান’ প্রদান করেছিল ‘উড়ান গ্রুপ’।
গতকাল ‘উড়ান গ্রুপ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিঙ্কি অমর সোনি-র জন্মদিন থাকার জন্য আনন্দোৎসব এক বিশেষ মাত্রা পেয়ে যায়।
‘উড়ান গ্রুপ’ এবং রিঙ্কি অমর সোনি-কে ধন্যবাদ দেওয়ার জন্য আনন্দোৎসবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্দেশক রাজর্ষি দে, মডেল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, অনিন্দিতা সরকার সহ টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর সাথে জড়িত একাধিক বিশিষ্ট ব্যক্তি। ছবি রাজেন বিশ্বাস
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.