সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে সেরা সেরা সম্মানিত ভূষিত করল সানজ।অভিনয় থেকে সমাজসেবা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, যারা মানুষকে তাদের কাজের মাধ্যমে আকর্ষিত করেছে তাদেরকে সম্মাননা জানান হয় সংস্থার পক্ষ থেকে।এদিন সেরা অভিনেত্রী হিসেবে স্বস্তিকা দত্ত,অর্পিতা মুখার্জি, শ্যামৌপ্তি মুদলি,শ্রুতি দাস,দিয়া মুখার্জি,সুস্মিতা রায়, ইধীকা পল,সেরা অভিনেতা সিয়ান ব্যানার্জি, রনজয় বাসুদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।এর পাশাপাশি টলিউডের জনপ্রিয় মুখ হিসেবে রাজিব বোস,মহিলাদের মধ্যে সায়ন্তনী গুহঠাকুরতা কে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে অভিনেত্রী দিতিপ্রিয়ার হাত সানজ এর ম্যাগাজিন লঞ্চ হয় এদিন।তাকেও সেরার সেরা সম্মানে সম্মানিত করা হয়।সংস্থার কর্ণধার রুপম চক্রবর্তী জানান সমাজে যারা অনন্যতার ছাপ রেখেছে তাদের সম্মানিত করা হল এদিন। ছবি রাজেন বিশ্বাস
Related Posts
Spread the love কলকাতা, ২ ডিসেম্বর, ২০২৩: দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI), কলকাতার ফেয়ারফিল্ড ম্যারিয়টে প্র্যাকটিসিং কোম্পানি সেক্রেটারিদের ১৭ তম আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। এবারের কনফারেন্সের ভিশন…
Spread the love কলকাতা, ২৬ নভেম্বর ২০২৩: রবিবার, ২৬শে নভেম্বর ২০২৩ এ কলকাতার রাস্তাগুলি শক্তিতে সজীব ছিল, কারণ ৪০০০ জনেরও বেশি উত্সাহী অংশগ্রহণকারী জেবিজি কলকাতা ওয়ার্ল্ড ১০কে এর ৮তম সংস্করণের…