সুহৃদ ক্লাব ও ব্যায়ামাগারের উদ্যোগে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের যাদুগোরা গ্রামের বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রায় দেড়শ আদিবাসী পড়ুয়াদের তিনদিনব্যাপী শিক্ষা শিবির এবং তার পাশাপাশি সেবা কার্য – তিন দিন ধরে চারবেলা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ও প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয় l এছাড়াও সকলকে কম্বল, বেড কভার, মশারি ও জামা কাপড় বিলি করা হয় l প্রায় ৫০ জন সদস্য মিলে আমরা এই সেবা কাজে যুক্ত ছিলাম l আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রী মদনমোহন গুড়ে, সেবা কার্য -উপসমিতির শ্রী পরেশ নাথ কর, শ্রী অজিত সাউ, শ্রী রানা সেন, ক্লাব সদস্য – শুভানুধ্যায় শ্রী অশোক দে, শ্রী প্রশান্ত পাত্র, শ্রী রবীন্দ্রনাথ জানা, শ্রী প্রবাল কুমার, শ্রী অনিল দাস, শ্রী সুরজিৎ কুন্ডু, শ্রী অনুপ কুমার ঘোষ, শ্রীমতি পিউ বিশ্বাস ও ঐশ্বরিয়া দে
প্রমুখ এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ওই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক শ্রী রামনাথ মুর্মু মহাশয় l


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.