Spread the love

শৌনভিক এক অঙ্কন শিক্ষা কেন্দ্র যা কলকাতার মুকুন্দপুর অঞ্চলে অবস্থিত, দীর্ঘ ২৭ বছর ধরে শৌনভিক তার রঙিন জয় যাত্রা অব্যাহত রাখতে বধ্য পরিকর তার দুই কর্ণধার শৌনক ও শৌভিক এর মাধ্যমে।

শৌনভিক আজ তার কিছু অনন্য প্রয়াস এর জন্যে দেশে ও আন্তর্জাতিক স্তরে ও যথেষ্ট সমাদৃত। বিশেষতঃ সরস্বতী পূজার মানচিত্রে দীর্ঘ ২৭ বছর ধরে তাদের অসাধারণ উপস্থাপনা গুলি আপামর জনসাধারণকে সমৃদ্ধ করে।
আর শিল্প রসিকদের তা ভাবায়।

২০২৩ ও তার ব্যাতিক্রম নয়, এবছর তাদের নিবেদন মেধা।
যেখানে তারা সুপ্রাচীন উড়িষ্যার নৃত্য কলা কে এক অসামান্য শৈল্পিক আঙ্গিকে উপস্থাপিত করেছেন তাদের অঙ্কন শিক্ষা কেন্দ্র শৌনভিক এ। তাদের এই অনন্য প্রয়াসের সাক্ষী হয়েছিলাম আমরা। তাই তাদের মেধার এক টুকরো আমরা সকলের সামনে তুলে ধরলাম সঙ্গের ছবি গুলির মাধ্যমে। আশা করবো আমাদের মতন আপনারাও শৌনভিক এর এই পৃথক ও শৈল্পিক যাত্রা পথের শরিক হবেন।