বেহালা বড়িষা জাগরনী ক্লাবের পূজার থিম ….সহজপাঠ !
শিল্পী –রাজু সূত্রধর (কথা) ।
আবহ সঙ্গীত —সঙ্গীত পরিচালক অতনু দাশগুপ্ত ।
রবীন্দ্রনাথের সহজপাঠকে নিয়ে সুরারোপ করেছেন….সেটা কিন্তু স্বরবিতানে আছে বলে জানা নেই। শুনতে শ্রুতিমধুর ও গ্রহনযোগ্যতা কতটা লাগবে তা বিচার্য এবং ছোট ছোট শিল্পীদের আন্তরিক প্রচেষ্টা উৎসাহব্যাঞ্জক ও তাদের কন্ঠারোপ রবীন্দ্রপ্রেমীদের কাছে আশাকরি ভালো লাগবে ।এই বিশ্বাস সুরকার অতনু দাশগুপ্তের । আজকের প্রজন্মকে সহজপাঠে উৎসাহিত করা ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.