…………………………………আজকে ভারত জুড়ে পালিত হল স্বচ্ছ ভারত অভিযান। সেই লক্ষ্যে জনগণকে একঘন্টা ভারতের নানা প্রান্ত পরিষ্কার পরিছন্ন করার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তাই আজকের এই লড়াইয়ে পায়ে পা মিলিয়ে বালমার লরি অ্যান্ড কো. লিমিটেড ও ক্যালকাটা রেসকিউ এর যৌথ প্রচেষ্টায় খিদিরপুরের অঞ্চলের পাহাড়পুর এলাকায় সাফাই অভিযান চালায় এই দুই সংস্থা। অঞ্চল পরিষ্কার, একটি প্রাথমিক স্কুল পরিষ্কার ও দেওয়াল অঙ্কনের মাধ্যমে মানুষকে সচেতন ও আজকের দিনটি যথার্থ ভাবেই পালন করেছেন উপস্থিত কর্মকর্তারা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিকা রত্ন শেখর সিএমডি, অভিজিৎ ঘোষ, ডিরেক্টর এইচ আর এন্ড সিএ, কবিতা ভাস্কর, ,জয়দীপ চক্রবর্তী সিইও ক্যালকাটা রেসকিউ সহ অন্যান্যরা।
স্থানীয়রাও এই লড়াইয়ে সামিল হয়ে সচেতন হওয়ার সাথে সাথে এলাকায় এমন উদ্যোগের জন্য আপ্লুত সকলেই।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.