Spread the love

কলকাতা, ২০ জুলাই ২০২৩: হিন্দুস্তান কপার লিমিটেড ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির যৌথ উদ্যোগে দক্ষিণ কলকাতার ১০ রামময় রোডের মিলন সংঘ প্রাঙ্গনে এক অভিনব প্রাকৃতিক চিকিৎসা শিবির আয়োজন করেন। শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্তান কপার লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার শুক্লা। শিবিরে শতাধিক মানুষের বিনামূল্য চিকিৎসা করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির চিকিৎসক দল রোগীদের পরীক্ষা করেন, প্রয়োজনীয় পরামর্শ দেন। শিবির থেকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। শিবিরের উদ্বোধন করে শ্রী শুক্লা আশা ব্যক্ত এই ধরনের শিবির হিন্দুস্তান কপারের মূল দপ্তর তাম্র ভবনেও নিয়মিত আয়োজন করার। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উজ্জাপনে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই শিবির আয়োজিত হয়েছিল।