| পিঙ্ক রোজ এন্টারটেনমেন্টের কর্নধার হিনা কৌসরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শারিরীক বিশেষ ভাবে সক্ষম ছোট মেয়েদের সাথে প্রতিযোগী মডেল দের হাঁটতে দেখা গেল ৷ অনুষ্ঠানে দর্শক দের নজর কাড়ল অব্যবহৃত মেটিরিয়ালে তৈরী ভারতীয় পতাকার রঙে তৈরী মডেল দের পোশাক ৷ অনুষ্ঠানে মডেল দের উৎসাহিত করতে নেপাল , মুম্বাই , রাঁচি ও ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলার অভিনেত্রী দেবিকা মুখার্জী , মুম্বাইয়ের অভিনেতা বরুন যোশী , পাঞ্জাবের মডেল ও অভিনেতা রাজ অরোরা , অভিনেতা আভাস কুমার, নেপালের সোস্যাল অ্যাক্টটিভিস্ট আভা অনুপম , ডঃ রাজেন্দ্র বিমল , ডিজাইনার ইরানি মিত্র সহ অন্যান্যরা ৷। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.