দীর্ঘ ১৪ বছর ধরে বঞ্চনা, যন্ত্রনা ও বেকারত্বের অভিশাপ নিয়ে এখনো যোগ্যরা রাস্তায়, আপনার সোনার বাংলায় যোগ্য চাকরি প্রার্থীরা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষাঙ্গনের পরিবর্তে পরিবর্তনের রাজপথে। ১৪ জুলাই ২০২৩ মহামান্য আদালতের (হাইকোর্ট) মাননীয়া অমৃতা সিনহা ও মাননীয় কৃষ্ণা রাও বিচারপতি দ্বয়ের ঐতিহাসিক নির্দেশ, আগামী ১০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে ১৫০৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, নতুবা অর্থ দফতরের মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পান্থ ও শিক্ষা সচিব মনীশ জৈন মহাশয়কে সশরীরে উপস্থিত থাকতে হবে।
এই ঐতিহাসিক নির্দেশকে সরকার যাহাতে মান্যতা দেয় তাঁর নিমিত্তে এই সাংবাদিক সম্মেলন।
মাননীয়া মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বারংবার জনসমক্ষে বিবৃতি দিয়েছেন কোর্টের জটিলতার কারনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না, অথচ আদালত বারংবার নিয়োগ দিতে বললেও, কোনো এক অদৃশ্য কারনে নিয়োগ এখনও অধরা। আজ ও ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা ব্রাত্য। CPAN – 189/2023 এর ১৪ জুলাই ২০২৩ এর নির্দেশ অতি দ্রুততার সহিত কার্যকর করার ধনাত্বক পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট সর্বস্তরের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার নিমিত্তে গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সকল সংবাদ মাধ্যমের নিকট আমাদের কাতর আবেদন রইল।
নিম্নে মহামান্য আদালতের নির্দেশ সংযোজন করা হলো।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.