৭ জুলাই ২০২৩, কলকাতা,
সি সি সাহা লিমিটেড , ৯০ বছরের ঐতিহ্যের প্রখ্যাত একটি শ্রবণ যন্ত্র ও পরীক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা এবং বিশ্বের অন্যতম অত্যাধুনিক শ্রবণযন্ত্র পরিবেশনকারী সংস্থা সিগনিয়া গর্বের সাথে তাদের মেলবন্ধন ঘোষণা করলেন। একটি বিশেষ সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে , তারা একত্রে শ্রবণ সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য ও তাদের দৈনন্দিন জীবনযাপন আরো উন্নত করার লক্ষ্যে শ্রবণ যন্ত্র প্রদানের একটি শিবির আয়োজন করেছিলেন। বিশিষ্ট বলিউড গায়ক শ্রী সুদেশ ভোসলে’র উপস্থিতিতে গুরুতর ভাবে শ্রবণ ক্ষমতা হ্রাস সম্পন্ন ২৫ জন শিশুকে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। শিশুরা তাদের শ্রবণ যন্ত্রের মাধ্যমে শুনতে সক্ষম হয়ে খুবই আপ্লুত ছিলো এবং সেই প্রখ্যাত গায়কের সুরেলা কণ্ঠ্যস্বর শুনে তারা পুনরায় আনন্দিত হয়।
৯০ বছরের উত্তরাধিকারের সাথে সি সি সাহা লিমিটেড পূর্বে’র শ্রবণ শিল্পের বৃদ্ধি পথিকৃৎ করেছে এবং শ্রবণ সহায়ক প্রযুক্তিতে শ্রেষ্ঠ ব্র্যান্ড সিগনিয়া – র সহযোগিতায় পশ্চিমবঙ্গ জুড়ে অসংখ্য শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অক্লান্তভাবে সেবা করেছে। এই ধারাবাহিকতার বর্ষপূর্তি একজন ব্যক্তির শ্রবণ শক্তি হ্রাস, প্রয়োজন , উপযুক্ততা এবং সামর্থ্য মতো কাস্টোমাইসড সমাধানের মাধ্যমে শ্রবণ সমস্যায় আক্রান্তদের জীবনকে উন্নত করার জন্য তাদের অটুট উৎসর্গ উৎযাপন করে।
এ প্রসঙ্গে সি সি সাহা লিমিটেডের কর্ণধার বিক্রম সাহা বলেন –
“সিগনিয়ার মতো একটি বিখ্যাত শ্রবণযন্ত্র প্রস্তুতকারকের সাথে সহযোগিতা করা এবং অনেক শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জীবনে আনন্দ আনার এটি একটি বিশাল সুযোগ। মানুষের জীবন পরিবর্তনকারী প্রতিবন্ধকতার উপশম করে ও আনন্দ প্রদানের মাধ্যমে সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন ও সন্তুষ্টির বিষয় ।
সিগনিয়ার সর্বভারতীয় ডিরেক্টর ও অধিকর্তা শ্রী অবিনাশ পাওয়ার , অনুষ্ঠানটি চলাকালীন শ্রবণ সহায়ক প্রযুক্তির অগ্রগতির জন্য সিগনিয়ার প্রতিশ্রুতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সকলের সাথে ভাগ করে নিয়েছে। তার নেতৃত্বে ভারতে সিগনিয়া অত্যাধুনিক সমাধান এবং সহায়তার মাধ্যমে শ্রবণশক্তি হারানো ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়েছ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.