কলকাতা, জানুয়ারি ৫, ২০২৪: প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘একম’, যার মূল লক্ষ্য ছিল উৎসবের আবহে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একতা বৃদ্ধি করা।

অ্যাডামাস নলেজ সিটির অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের মাঠে শুরুতেই কুচকাওয়াজে পা মেলান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০টি স্কুলের পড়ুয়ারা। শ্রেষ্ঠদের হাতে কুচকাওয়াজ শেষে তুলে দেওয়া হয় সেরার পদক। অনুষ্ঠানের মূল ধরা বজায় রাখতে পাশাপাশি অনুষ্ঠিত হয় একম সঙ্গীত-ও।

পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকল শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়। এরপর মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে তাঁর পাশাপাশি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস ও বিভিন্ন বিভাগের ডিনেরা। মশাল জ্বালিয়ে উদ্বোধন করা হয় মূল অনুষ্ঠানের।

অ্যাডামাসে আয়োজিত এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেখানে তুলে ধরা হয় দেশের পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ প্রান্ত ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন ধারা ও রীতিনীতি। অনুষ্ঠিত হয় ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় ভারতের বিভিন্ন জাতির সংস্কৃতি ও বৈচিত্র্য।

উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হলেও আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হবে আরও নানা ধরনের অনুষ্ঠান। ৯ জানুয়ারি সাহিত্য প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বিখ্যাত ব্যক্তিত্বরা। তাঁদের নিয়ে অনুষ্ঠিত হবে সাহিত্যের আলোচনা সভা। ১০ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়ের ১০টি স্কুলের পড়ুয়ারা অংশ নেবেন স্থিতিশীলতার ওপর আয়োজিত এক প্রদর্শনীতে। ১১ জানুয়ারি নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হবে অনুষ্ঠানের শেষ অংশ। একম-এর অংশ হিসেবে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তঃ-বিশ্ববিদ্যালয় ক্রীড়া সভা।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, অ্যাডামাসে একম উদযাপনের মধ্যে দিয়ে জোর দেওয়া হল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টিতে। এই অঙ্গীকারের যে আনন্দ, তা ভাগ করে নেওয়া হল উপস্থিত সকলের সঙ্গে। এই মুহূর্তগুলি সকলের মনে আজীবন সযত্নে লালিত থাকবে।

ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস এই বিষয়ে বলেন, একম অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এক সম্মিলিত চেতনার প্রতীক, যেখানে বৈচিত্র্যের বিকাশের পাশাপাশি একতাও সমানভাবে উপস্থিত। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠার যে শক্তি, তা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করলাম আমরা।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.