টলিউডে নতুন যাত্রা শুরু হলো “মহাদিগন্ত কমিনিউকেশন এন্ড নেটওয়ার্ক”। কলকাতা শহরের নতুন অফিসে হয়ে গেল গ্র্যান্ড অফিস ওপেনিং। আগামী ছবি নিয়ে কাজ শুরু করছেন প্রোডিউসার ময়ূখ দাশ মহাদিগন্ত কমিউনিকেশন এণ্ড নেটওয়র্ক (এম সি এন) এর ব্যানারে নতুন ছবি। আগামী ছবিতে থাকছে অনেক বড়ো চমক। পরিচালক প্রতীক সরকার এর পরিচালনায় আসছে নতুন ছবি। তবে প্রযোজক ময়ূখ দাশ ও পরিচালক প্রতীক সরকার ছবির টাইটেল জানাতে নারাজ। খুব তাড়াতাড়ি প্রেস মিট করে ছবির নাম ঘোষনা হবে। ছবির মূল স্তম্ভ স্বপন শীল জানান “এই ছবিতে বেশ কিছু বড়ো বড়ো স্টার কাস্ট থাকবে। বাংলা সিনেমা জগতে একটা ভালো ইমোশনাল ছবি আমরা উপহার দেবো। আশা করছি আমাদের প্রযোজক ময়ূখ দা সবার মন কেড়ে নেবে”।
পরিচালক প্রতীক সরকার জানান “ময়ূখ দা আমাদের উপরে পুরো স্বাধীনতা দিয়েছে কাজ করার। ধন্যবাদ জানাই ময়ূখ দা কে। আমাদের সবার প্রিয় দাদা। আশা করছি ভালো ছবি উপহার দেবো আমরা”।
প্রযোজক ময়ূখ দাশ জানান “ভালো ছবি উপহার দেওয়া আমার কাজ। প্রযোজক হিসাবে নয়, আমার টিম আমার পরিবার। আমার টিম কে নিয়ে ভালো ছবি তৈরি করবো। বাংলা সিনেমাকে বড়ো করবো।
আগামী বছর বড়ো ছবি নিয় আসছে প্রযোজক ময়ূখ দাশ। বলাইবাহুল্য বাংলা সিনেমাতে আগামী স্বপ্ন দেখাবে
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.