দ্বাদশ বঙ্গ গৌরব ব অনন্য
সম্মান ২০২২-২৩ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেসক্লাবে। আয়োজক রিপোটার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এধান অতিথি মলার ঘোষ, বিশেষ অতিথি সংগীত শিল্পী জেনিভা রায় ও বিশ্বরূপ সিনহা, সংস্থার সভাপতি মনোতোষ বেরা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সভাপতি সনৎ সেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গ সিনেমাটিকের একটা শর্ট ফ্লিমের পোষ্টার লঞ্চ হয়। সংস্থার সভাপতি ও সম্পাদকের স্বাগত ভাষণ এর পর মূল অনুষ্ঠান ‘ সম্মান প্রদান” শুরু হয়। এবারে মোট ১৯জন সম্মান প্রাপক। তাঁরা হলেন পল্লবী দাস, শুভজিৎ পাল, সঙ্গীতা কুমারী, বিস্বরূপ সিনহা, শ্যামল প্রামানিক, কৃষ্ণচদ্ৰ রাউত মনীষা বেরা, প্রিয়াংকা পাল, মহঃ জানে আলম, জেনিভা রায়, সঞ্জয় মজুমদার, সুমন সরকার, প্রবীর পাচাল, পাথসারথি সাহা, দেবরাজ দে,
ড. অশোক কুমার সিংহ, স্বরূপ রায়, শুভ্রা নায়েক, এবং রনিতা ঘোষাল। ।
এদিন প্রবীর পাচাল ও বিশ্বজিত মুখার্জী পরিচালিত মুক্তি আসন্ন বাংলা ছায়াছবি “মুখ মুখোশ” আনুষ্ঠানিক টিজার প্রদর্শিত হয়।
তছাড়া উপস্থিত ছিলেন দেব কুমার দে, দয়াল মওল ও রিয়া দাস-। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংস্থার সম্পাদক অনুপকুমার বর্ধন,সংস্থার আহ্বায়ক দেবব্রত রায় চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.