নন্দন ৩ প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিনেমাথেক – কলকাতার উদ্যোগে তিন দিন ব্যাপী মহিলা পরিচালিত ছবি প্রদর্শিত হবে আজ প্রথমদিন ৮ই মার্চ রেশমী মিত্র পরিচালিত বারান্দা ছবি প্রদর্শিত হয়। ছবি শুরুর প্রাক্কালে প্রধান অথিতি ঋতুপর্ণা সেনগুপ্ত, রেশমী মিত্র, ঋতব্রত ভট্টাচার্য্য, অজয় সেনগুপ্ত, তাপস রায়, ইন্দু ভূষণ দাস ও সমাজসে বক ও অভিনেতা শিবু দে উপস্থিত থেকে নারী কল্যাণ অধি কার সুরক্ষিত ও বাস্তবায়িত করার উদ্যোগে গ্রহণ করার দাবি রাখে ও প্রদর্শিত ছবির সমন্ধে আলোচনা করেন। এই প্রদর্শন চলবে ৯ই মার্চ মাধবী বর্মন পরিচালিত Shawman ১০ই মার্চ শতরূপা সান্যাল পরিচালিত অন্য “অপেলা” বিকেল ৪টে থেকে নন্দন ৩ প্রেক্ষাগৃহে দেখানো হবে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.