Spread the love

ব্রুস লি থেকে জ্যাকি চ্যান, বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম এবং মার্শাল আর্টের মাস্টার৷ নিজেদের দক্ষতার মাধ্যমে মার্শল আর্টসকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছেন দু’জনেই৷ এই দুই অভিনেতার থেকেই সকলের মনে মার্শল আর্টসকে নিয়ে উৎসাহ তৈরি হয়৷ বলাবাহুল্য বাঙালি এতে পিছিয়ে নেই। একজন বাঙালি হয়েও সঙ্গীত ও মার্শাল আর্টের সংমিশ্রণে তৈরি করেছেন অভিনব আর্ট। তিনি হলেন প্রাজ্ঞ দত্ত। তার কথায়, সঙ্গীত যেমন মনের অনুভূতি প্রকাশ করায় তেমনি মার্শাল আর্ট প্রকাশ করায় শারিরীক অনুভূতি। বর্তমানে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের টিচিং ফ্যাকাল্টি প্রাজ্ঞ ইতিমধ্যেই ফিল্মস ডিভিশন ইন্ডিয়ার জন্য দুটি তথ্যচিত্র নির্মাণ করেছেন, তাছাড়াও শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরাণী চল্লচিত্রের অ্যাকশন এডভাইজার এবং পার্স্য চরিত্র অভিনেতা হিসেবে তাঁকে দেখা যাবে, মিউজিক কম্পোসার, মার্টিয়াল আর্টিস্ট এবং ফিলম্মাকের হিসেবে ঝুলিতে রয়েছে অনেক অ্যাওয়ার্ড সেই পুরস্কারের মধ্যে নতুন প্রাপ্তি (হার্ভার্ড ওয়ার্ল্ড রেকর্ডস 2024) ” একটি পারফর্মারস ব্লেন্ড অফ মিউজিক্ এবং মার্টিয়াল আর্ট দ্বারা 14টি বাদ্য যন্ত্র এবং 16টি অস্ত্র নিয়ে পারফরমেন্স এর জন্য একটি বিশ্ব রেকর্ড গড়লেন প্রাজ্ঞ।