সৌজন্য দর্শন ফুল ও পকেট পঞ্জিকা আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ১৭ ফেব্রুয়ারি শোভাবাজার নাটমন্দিরে। চন্দ্রদীপ সাহা’র তত্ত্বাবধানে। এখানে উপস্থিত ছিলেন কলকাতার নামি গুণী জ্যোতিষ, পুরোহিত ও তান্ত্রিক ব্যক্তিত্বরা। মূলত বলাই যেতে পারে প্রতিবছরের ন্যায় প্রত্যেকটা সম্মেলন এবং সংবর্ধনা থেকে এটা ছিলো পুরোপুরি আলাদা। সৌজন্য দর্শন পঞ্জিকা সঠিক এবং গুণগত মান পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে গুণী ব্যক্তিদেরই সম্বর্ধনা বা সম্মানিত করা হয়। এবছর পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে গুণী ব্যক্তিদের বাছাই করে তাঁদের সম্মানিত করা হয়েছে। বিশেষ করে পুরোহিত এবং যারা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে মানুষের এবং ঈশ্বরের সেবা করে আসছেন এবং যারা সঠিক পথে চলছেন সততার দ্বারা মানুষের সেবা মানুষের উপকার করে চলেছে সেই সব গুণী ব্যক্তিদের এই বছর সম্মান জ্ঞাপন করা হয়েছে। এরই মাঝে উল্লেখযোগ্য মহরাজ সূর্যানন্দ ভৈরব ওরফে বেতালনাথ অঘোরী মহাশয়কে অধ্যাপক ডাক্তার সম্মানে ভূষিত করা হয়েছে। তাঁর জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি নিষ্ঠা সততা এবং তার কর্মদক্ষতার ওপরে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেই তাকে এই সম্মানে ভূষিত করা হয়। এবং কমিটির পক্ষ থেকে আশা রাখা হচ্ছে যে তিনি তাঁর এই কর্মদক্ষতা এবং তাঁর এই নিষ্ঠা এবং প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনও মানুষের সেবা এবং মানুষের উপকার করে যাবেন। সেই জন্য আমাদের সংবাদের পক্ষ থেকে সৌজন্য দর্শন পকেট এবং ফুল পঞ্জিকাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কুর্নিশ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.