মাতৃ শক্তি শারদ সুন্দরী বিউটি পেজেন্ট শো এর ২০ জন ফাইনালিস্ট প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হল এই শো ৷ বিজেতা প্রতিযোগীদের নিজের হাতে ক্রাউন পরান অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান | বিচারদের আসনে দেখতে পাওয়া গেল ডিজাইনার শ্যাম সুন্দর বসু , মডেল ওয়েন্দ্রিলা দে সরকার, জিজাইনার ইরানী মিত্র , বিউটিশিয়ান অনিন্দিতা দাশগুপ্ত , মডেল মধুমিতা গুপ্তা সহ অন্যান্যরা ৷এই দিন একই মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলার গর্ব অ্যাওয়ার্ড শো যেখানে বাংলার গর্ব সম্মানে ভূষিত করা হয় অভিনেত্রী জয়া আহ্সান , অভিনেতা ভাস্বর চ্যাটার্জী সহ অন্যান্য বহু ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব দের ৷ সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন জয়ন্ত পর্বত ও পৃথা পর্বত ৷ সহযোগীতা করে টলিউড টকিজ | উক্ত অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় জিজাইনার ইরানি মিত্রের পোশাকে মডেল দের র‍্যাম্প ওয়াক ৷। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.