শীতকালীন ক্যাম্পে, পুঁথিগত বিদ্যার বাইরে অন্যরকম শিক্ষা

সম্প্রতি শেষ হল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শীতকালীন ক্যাম্প। তিন দফায় আয়োজিত এই ক্যাম্পে বাংলার বিভিন্ন জেলার অসংখ্য স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে।

সারা বাংলার মোট ৪৫টি স্কুলের ৮৭৫ জন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা এই শীতকালীন ক্যাম্পে অংশ নেয়।
 
অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ১৪টি ক্লাবের তরফে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম ছিল রন্ধন প্রতিযোগিতা। এছাড়া সেখানে তাঁদের আগামী দিনের পেশা নিবার্চন নিয়েও চলে বিভিন্ন আলোচনা। ছিল ক্যারাটে ওয়ার্কশপ, বনফায়ার, নৃত্য, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা।

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, এই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সামগ্রিক শিক্ষার উন্নতির প্রতি কতটা নিয়োজিত, তারই পরিচয় দিল এই শীতকালীন ক্যাম্প।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দ্রজিত মিত্র বলেন, শীতকালীন ক্যাম্পে পড়ুয়াদের পুঁথিগত বিদ্যার বাইরে অন্যরকম পদ্ধতিতে বিভিন্ন শিক্ষনীয় জিনিসের সঙ্গে পরিচয় করানো হয়। এর মাধ্যমে তাদের সৃজনশীলতার ও ব্যক্তিগত মানের বিকাশ ঘটে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.