দ্রাবিন চট্টোপাধ্যায়ের পরিচালনায় এথনিক ড্যান্স একাডেমির পঞ্চম বসন্ত উৎসব
বুধবার বিকেলে কলকাতার জ্ঞানমঞ্চে নৃত্যশিল্পী দ্রাবিন চট্টোপাধ্যায়ের এথনিক ড্যান্স একাডেমির পঞ্চম বসন্ত বন্দনা অনুষ্ঠিত হলো । অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্রাবিন চট্টোপাধ্যায়ের নৃত্যগুরু কোহিনুর সেন বরাট , সুজয় ঠাকুর ও গুরু সুস্মিতা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে কোলকাতার বিশিষ্ট ৪০ জন নৃত্য শিল্পী তাঁদের শৈলী প্রদর্শন করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ দ্রাবিন চট্টোপাধ্যায়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা। রবীন্দ্র নৃত্যের পাশপাশি দোল ও ঋতু বন্দনা শীর্ষক আধুনিক গানের সৃজনী শিখিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করেন দ্রাবিন চট্টোপাধ্যায়। এই প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে দ্রাবিনের নৃত্যের উৎকর্ষতার ভূয়সী প্রশংসা করেন তাঁর গুরু কোহিনুর
সেন বরাট।
ছোট থেকেই দ্রাবিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন নটরাজ। নটরাজ অনুপ্রানিত বাপ্পা নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন দ্রাবিন নামের পরিচয়ে। বাংলায় নবীন প্রজন্মের যে কজন নৃত্যশিল্পী শাস্ত্রীয় ও মৌলিক নৃত্যের ভাবধারাকে সাধনা, নিষ্ঠা আর একাগ্রতায় দেশে বিদেশে তুলে ধরেছেন সেই তালিকায় প্রথম সারিতে দ্রাবিন চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় নৃত্য ছাড়াও তাঁর দলসৃজনীমূলক নৃত্যশৈলীরও আলাদা মাত্রা প্রশংসিত। অভিনেতা হিসেবেও দ্রাবিনের প্রতিভার স্ফুরন প্রত্যক্ষ করা গেছে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.