রিমি মুখার্জির প্রযোজনায় এবং দাদাসাহেব ফালকে উৎসব পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক অভিষেক বসু পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি রজনীগন্ধা, এই ছবির লেখক কবি আলো বসু। ১৭ই অক্টোবর, সল্টলেক বি জি ব্লকের পুজোতে ছবিটির প্রথম লুক পোস্টার লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী স্বনামখ্যাত কমলিকা ব্যানার্জি, প্রযোজক রিমি মুখার্জি, পরিচালক অভিষেক বসু,সম্পাদক সৌরিশ দে, শাগুফতা হানাফি এবং আরো অনেকে।
চলচ্চিত্রটি তে বিশেষ চরিত্রে দেখা যাবে এই প্রজন্মের নামী অভিনেতা দেবপ্রিয় মুখার্জি ও সিনিয়র স্বনামধন্য অভিনেতা দীপক হালদারকে।

    এইদিন টিম রজনীগন্ধা  ও শাগুফতা হানাফির উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মীদের এবং  ক্লাবের দুজন সমাজ কর্মীকে সম্মানজ্ঞাপন করা হয়েছে।

রজনী ছবিতে রজনী একজন যৌনকর্মী, যার পূর্বনাম বিজয়া। পরিচালক অভিষেক বসু এই ছবিতে কোন এক বিজয়া দশমীর চিত্র তুলে ধরেছেন যেদিন রজনীর জীবনে ঘটে যায় এক অচিন্তনীয় হৃদয়বিদারক ঘটনা। নানান অভিব্যক্তিপূর্ণ রজনীর চরিত্রটি নিজস্ব মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন কমলিকা ব্যানার্জি। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.