কলকাতা, ২৬ নভেম্বর: ১২ নভেম্বর ২০২৩। ভোর ৫ টা। গোটা দেশে উৎসবের মেজাজ। একদিকে আলোর উৎসব আর অন্য দিকে ক্রিকেট ওয়ার্ল্ডকাপে দৌড়চ্ছে ভারতের অশ্বমেধের ঘোড়া। গোটা দেশের নজর সেই দিকেই। সবার নজরের আড়ালে আর পাঁচটা দিনের মতোই ওঁরা গিয়েছিলেন পাথর কাটতে। আমি আপনি যাতে সহজে চারধামে তীর্থযাত্রা করতে যেতে পারি তারই পথ তৈরি করতে। ওঁরা কি জানতেন সে দিন নেমে আসবে অন্ধকার? ওঁরা কি জানতেন গোটা দেশে যখন আলোর উৎসব তখন সুড়ঙ্গের অন্ধকারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে! আটকে পড়তে হবে পাহাড়ের গুহায়! আর সেই তো শুরু! তার পর কেটে গিয়েছে প্রায় দুসপ্তাহ। বার বার চলছে নানা উপায়ে উদ্ধারের চেষ্টা! যোগাযোগ করা হয়েছে ১৯৮৯ সালে ঘটে যাওয়া মহাবীর কোলিয়ারিতে ধস বিপর্যয়ের উদ্ধারকার্যে যুক্ত টিম মেম্বারদের সঙ্গে। এই বিপর্যয় আবার উস্কে দিচ্ছে ১৯৭৫ সালের চাসনালা খনি দুর্ঘটনার দুঃস্বপ্ন! সে দিন অন্ধকারে খনিতে ধস নেমে মৃত্যু হয়েছিল সাড়ে তিনশো শ্রমিকের। কিন্তু এই সব দুর্ঘটনা দেখেও আমরা শিক্ষা নিলাম না? আবার এতজন শ্রমিককে ঠেলে দিলাম মৃত্যুর মুখে। প্রশ্ন অনেক। মাটির পরীক্ষা হয়েছিল ঠিক করে? উত্তরাখণ্ডে সম্ভব ছিল এই টানেল নির্মাণ? জোশীমঠের ঘা এখনও শুকায়নি। আর কত অত্যাচার প্রকৃতির ওপর? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলা এখন উত্তরকাশীতে। দেখুন নতুন নিউজ সিরিজ ‘পাহাড় গুহায় আতঙ্ক’। ২৬ নভেম্বর, ২০২৩, রবিবার রাত ১০ টায়।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.