খুদে শিল্পীদের তুলির টানে ফুটে উঠল সুন্দরবনের জনজীবন। আর বিশ্ব নারী দিবসে কলকাতায় প্রদর্শিত হল সেসব শিল্পকর্ম।
২১ জন শিল্পীর শিল্পকলার নিদর্শনে দেখা মিলল নারীদের জীবনযাপন এবং চলচ্চিত্রের মহিলা চরিত্রও। পাশাপাশি ছিল কবিতার বাহার। সবকিছুর মধ্যে চোখে পড়ার মতো ছিল সুন্দরবনের বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের পড়ুয়াদের ভাবনার প্রকাশ।
পড়ুয়াদের ছবির মধ্যে দিয়ে ফুটে ওঠে গাছ কাটার নির্মম চিত্র, দৈনন্দিন জীবন যাপনের মধ্যে দিয়ে শিশুদের বাবাদের বাস্তব পরিস্থিতি, এমনকি দু’মুঠো খাবারের সন্ধান পেতে বাঘের সঙ্গে রোজকার লড়াই-এর গল্পও। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে যে ছবি, তা হল বধূ নির্যাতনের বিষয়টি। যার পাশে আবার সূক্ষ্ম ভাবে ফুটে ওঠে উত্তর কলকাতার আল্পনার ছবিও। আর এভাবেই অনন্য হয়ে থাকে অভিনব প্রদর্শনীর মধ্যে দিয়ে উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.