কলকাতা, এপ্রিল ১৪, ২০২৩: সারা ভারত আন্ত:-বিশ্ববিদ্যালয় শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনার পদক লাভ করলেন অ্যাডামাস ইউনিভার্সিটির ছাত্রী মেহুলি ঘোষ। ১০ মিটার এয়ার পিস্তল ও রাইফেল ইভেন্টের ব্যক্তিগত বিভাগে এই স্বর্ণপদক পান তিনি।

গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে ৯ এপ্রিল পর্যন্ত যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান পড়ুয়া-খেলোয়াড়রা অংশ নেন।
জাতীয় এই চ্যাম্পিয়নশিপের আয়োজনে ছিল উত্তরপ্রদেশের মিরাটের স্বামী বিবেকানন্দ শুভার্থী বিশ্ববিদ্যালয় ও পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল নয়া দিল্লির অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি।

তবে শুধুমাত্র ব্যক্তিগত স্তরেই নয়, বরং দলগত ইভেন্টেও সোনা জয় করেন মেহুলি। সেই দলে তাঁর সঙ্গী ছিলেন অ্যাডামাস ইউনিভার্সিটিরই আরও ২ পড়ুয়া অর্নিশা চৌধুরি ও স্বর্ণালী রায়। পাশাপাশি মিক্সড ইভেন্টেও সৃঞ্জয় দত্তের সঙ্গে দল গড়ে রুপো পান মেহুলি।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.