Spread the love

১২ই ফেব্রুয়ারি ,২০২৩,, রবিবার ভাবনা আন্তর্জাতিক সাহিত্য পরিবারের বার্ষিক সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো নলিনী গুহ সভাগৃহে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত ছিলেন অভিনেত্রী,লেখিকা ও বাচিক শিল্পী শ্রদ্ধেয়া শ্রীমতী পাপিয়া অধিকারী। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা পর্ব ঘোষণা করেন তিনি । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সমাজকর্মী শ্রদ্ধেয় শ্রী শিবাজী দে মহাশয় ।পাঞ্চজন্য শ্রষ্ঠা শ্রদ্ধেয় শ্রী সুশান্ত ঘোষ ,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ শ্রদ্ধেয়া শ্রীমতী রমলা মুখার্জি এবং দুই বাংলার কবি শ্রদ্ধেয় শ্রী শুকুর আলী মল্লিক । অনুষ্ঠানে শ্রী শিবাজী দে ও মুনমুন বণিকের আমন্ত্রনে শ্রীমতী পাপিয়া অধিকারী কে আমরা এই মঞ্চে পেয়েছি ।

শ্রদ্ধেয় কবি শ্রী প্রদীপ বাগ মহাশয়ের আমন্ত্রনে বাকি অতিথিরা মঞ্চ আলোকিত করেছেন ।ভাবনার সহ সম্পাদিকা , অনুষ্ঠান সংগঠক এবং সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালিকা শ্রীমতী মুনমুন বণিক তাঁর পারদর্শীতার সঙ্গে এক সুন্দর মধ্যাহ্ন আমাদের উপহার দিয়েছেন ।শ্রী প্রদীপ বাগ ,অমর সিং ,শ্রী শিবপ্রসাদ সরকার ,আজিজা নাসরিন ,কুন্তল দাস,শ্রী তৌহিদী আলম এবং প্রতিষ্ঠতা শ্রী হাবিবুল ইসলাম সহ সকল পরিচালক বৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রী শিবাজী দে মহাশয়ের কাছে । তাঁর আনুকূল্যে আমরা শুনতে পেয়েছি শ্রীমতী পাপিয়া অধিকারীর কণ্ঠে সুন্দর একটি কবিতা ।শ্রী শিবপ্রসাদ সরকারের সূচনা সঙ্গীতে পর্ব দিয়ে শুরু করে অতিথি বরণ ,তাঁদের সকলের বক্তব্য ,মনীষিতা কাব্যগ্ৰন্থের মোড়ক উন্মোচন , শ্রীমতি পাপিয়া অধিকারীর হাত দিয়ে কবি তৈয়েবুর রহমান এর একক কাব্যগ্রন্থ জীবন দর্পণ মোড়ক উন্মোচন,সেরা কবি ,বর্ষসেরা কবি সন্মাননা ,স্মৃতি পুরস্কার সবকিছুর মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন সঞ্চালিকা ও সম্পাদিকা শ্রীমতী মুনমুন বণিক।ভাবনা স্বচ্ছ সাহিত্য চর্চার একটি উন্মুক্ত প্রাঙ্গন,যেখানে আমরা মিলিত হবো প্রতি বছর ।