গান শুনতে ভাল বাসে না এরকম মানুষ বোধহয় কমই আছে। আর ভাষা যাই হোক না কেন। আর সেই গান যদি মৌলিক এবং স্বতন্ত্র হয তাহলে তার প্রতি টান তো থাকবেই ।
সেই মৌলিক গানকে প্রাধান্য দিয়েই মুম্বাইয়ের খ্যাতনামা হোটেলে আয়োজিত হল “দ্যা ক্লেফ মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩”
দশজন বিচারক ৬ মাস ব্যাপী নিখুঁত নির্বাচনের মধ্য দিয়ে যোগ্যতানুযায়ী এই পুরস্কার প্রদান করেন। ইতিপূর্বে সনু নিগম, জীৎ গাঙ্গুলী পুরষ্কৃত হয়েছেন।
এবছর দশ হাজার প্রতিযোগীর মধ্যে রাজ নন্দিনী (হিন্দি ) ছবির
“ও হাম সফর ও মেরি জান”
গানের জন্য বিশেষ জুরি আওয়ার্ড পেলেন সংগীত পরিচালক সুধীর দত্ত।
এখানে পপ,রক ডিভোশনাল সহ বহু বিশিষ্ঠ গানের সৃষ্টিশীল সুরের বিচারে পুরস্কৃত করা হয়।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.