Spread the love

শুভ মুহরত বিশ্বের দরবারে আজ একটি নাম। প্রবাসী বাঙালিরা যখন এ দেশে এসে দুহাত এক করে সেই সময় পায়েলের দায়িত্ব হচ্ছে পাত্র পাত্রীর অনুষ্ঠানকে সুন্দরভাবে রূপদান করা। প্রত্যেক দিকে তার দৃষ্টি থাকে কোথাও যেন কোন কমতি না হয়। কাজের একাগ্রতা এবং মানুষের বিশ্বাস অর্জন করে পায়ল আজ ভারতবাসী ও রাজ্যবাসী হিসেবে বিশ্ব সমাদৃত।

উত্তরবঙ্গের একটি সাধারণ পরিবারের মেয়ে হিসেবে উচ্চ মাধ্যমিক পাস করার পরই কারো তত্ত্বাবধানে কাজ করাকে পছন্দ করত না। পায়েলের কলম আর খাতার মাধ্যমে আঁকতে থাকে তার লক্ষ্য কে। সেদিও তার জানা ছিল না যে এই খাতা কলমের আঁকা তার জীবনকে বদলে দেবে। তবে তার চেষ্টা এবং কঠোর পরিশ্রম তাকে তার জীবন বদলাতে সাহায্য করে। ইতিমধ্যে পায়েলের কাছে ১৬০ জন কাজ করে। প্রতিনিয়ত তাদের ভাবনাচিন্তা কি করে দুজনের সম্পর্ক কে একটা সুন্দর সাজানো গোছানো ভাবে অন্যান্য পরিবারের মানুষের কাছে তুলে ধরা যায় সেটি লক্ষ্য শুভ মুহরতের । একের পর ইভেন্টে ইউনিক আইডিয়ার মধ্য দিয়ে মন জিতে ফেলেছে প্রবাসী বাঙালি থেকে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিকে। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী তার শুভ মুহূর্তের সাজানো ও পরিচালনায় পঞ্চমুখ। দীর্ঘ ১২ বছরে প্রায় পাঁচ শতাধিক বিয়ের শুভ মুহূর্ত কে সাজিয়ে আজ নারী হিসেবে যথেষ্ট সম্মানের অধিকারী হয়েছে। পায়েল ঘোষ মনে করেন আগামী দিনে তার হাউজের লোক সংখ্যাও বাড়বে বাড়বে কাজের মাত্রাও। একনিষ্ঠ কাজ এবং বিশ্বাসের উপর ভরসা রেখেই তার এই পথ চলা আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছে তারি সাথে কাজ করা লোকজন এবং তার শুভানুধ্যায়ীরা।