Spread the love


নেভি মার্চেন্ট বা নাবিকদের জনস্বার্থে ও তাদের উন্নয়নে সচেতনতামূলক এক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতা প্রেসক্লাবে। সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল seafarer awarness confarence -24। এই সংগঠনটি ভারতীয় মজদুর সংঘ বা bms দ্বারা পরিচালিত। এই দিন জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান টির শুভ সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর পাশাপাশি ভারত মাতার প্রতিকৃতিতে মাল্য দান করেন সংস্থার পশ্চিম বঙ্গ শাখার সাধারণ সম্পাদক স্বরূপ রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি আর পি veetil । এছাড়া উপস্থিত ছিলেন SUI এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ, রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায়,যুগ্ম সম্পাদক রিপন তরফদার, অর্গানাইজিং সেক্রেটারি সুমন সরকার, ইঞ্জিনিয়ার কাম শিপ সার্ভেয়ার MMD কলকাতার সুজিত কুমার দাস, ডেপুটি শিপিং মাস্টার SEO কলকাতার বিজেন্দ্র কুমার চৌবে, ভারতীয় সেনার কর্নেল সুমিত রণদীভ, ভারতীয় পোর্ট এন্ড dock মজদুর মহা সংঘের সভাপতি প্রদীপ কুমার বিজলী, সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ শাখার সভাপতি ক্যাপ্টেন সত্যেন্দ্র কুমার সহ অন্যান্যরা। এদিন প্রায় তিন শতধিক নাবিক ও SUI প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।